ভালবাসি....
অনেক দিন বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি।
তারপরো অপেক্ষা করেছি...
আমি জানি তুমি আমাকে পছন্দ কর, আর তাই ভয় কাজ করতো যদি আমাকে অন্য কিছু ভাব!
Thandi Kabab..
আমার কতটা ভাল লাগে, তা তোমাকে বোঝাতে পারবো না...আর কেনইবা ভাল লাগে তাও বোঝাতে পারবো না।
তবে ভালবাসি এটাই আমার কাছে বড় সত্য।
আসলে ভালবাসার শুরুটা হয়তো আমাদের পরিচয়ের শুরু থেকেই।
আমার প্রতিটি মুহুর্তে শুধু তোমার কথাই ভাবি...যা হয়তো তুমি বুঝতে চাইছো না।
ভাবছো ছেলে মানুষী করছি... তাই না ?
হ্যা হতে পারে এটা আমার ছেলে মানুষী... কিন্তু আমার কখনো তা মনে হয়নি।
আসলে ভালবাসি শব্দটা উচ্চারন করলেই ভালবাসা যায় না কিনবা ভালবাসা হয়না । ভালবাসা বোঝার মত ভালবাসা বুঝতে হয়।
ভালবাসার কোন রং নেই, নেই কোন গন্ধ কিংবা এর অনুভূতির .....
আসলে কতটা ভালবাসি ... তা বোঝানোর সময় হয়তো এখনো আসেনি !
তবুও বারবার বলতে ইচ্ছে করে কেন জানি না.....
ভালবাসি....ভালবাসি....ভালবাসি।
তারপরও ভালবাসি।
ভালবাসবো।